আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ ফ্রিজের আদেশ দেন। পরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরো কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।
এদিকে, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক।