ছয় ঘণ্টা অবরুদ্ধের পর সেনা সহায়তায় বাসায় ফিরলেন প্রাণ গোপালের মেয়ে

ছয় ঘণ্টা অবরুদ্ধের পর সেনা সহায়তায় বাসায় ফিরলেন প্রাণ গোপালের মেয়ে | এখন
0

ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করে বাসায় পৌঁছ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (রোববার, ১৬ মার্চ) দুপুর আড়াইটার পর সেনা সদস্যরা ডা. অনিন্দিতাকে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।

ডা. অনিন্দিতা দত্ত আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে, ক্যান্সার ভবনে।

এর আগে সকাল ৮টায় অফিসে আসার পর থেকে এক দল লোক অনিন্দিতা দত্তকে ক্যান্সার ভবনে তার কার্যালয়ে আটকে রাখেন।

পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা। কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, ‘শুনেছি একদল ছাত্র-জনতা ক্যান্সার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।’

আড়াইটার পর সেনা বাহিনী ডা. অনিন্দিতাকে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দিয়েছে বলে গণমাধ্যমকে জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন।

এএইচ