এরপর পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথ বাক্য পাঠ করান। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে নতুন উপদেষ্টা হিসেবে সি আর আবরারের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন অধ্যাপক সি আর আবরার। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা।
মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি।
এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।