চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: ড. ইউনূস

জাপানি সংবাদমাধ্যমকে ড. ইউনূস

বইমেলায় হট্টগোলের ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার
বইমেলায় হট্টগোলের ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার |
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন। সম্প্রতি জাপানের এনএইচকে সম্প্রচারমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কীভাবে দেশ পুনর্গঠনের পরিকল্পনা করছেন, সে কথাও সাক্ষাৎকারে জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে পরিস্থিতিতে আমরা এসেছি, আমি মনে করি আমরা অনেকটা এগিয়েছি, কারণ তখন দেশের সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ও বিচারব্যবস্থা ছিল বিধ্বস্ত।’

এনএইচকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যাতে স্বনির্ভর এবং শক্তিশালী হয়, সেটি নিশ্চিত করতে চান শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা গণতান্ত্রিক দেশ হিসেবে দাঁড়ানোর জন্য প্রয়োজন। নির্বাচনের দ্রুততম সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ নাগাদ।’

এএম