'অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা ক্ষমতার পালা বদলের জন্য জীবন দেয়নি'

‘শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্ব পালন করবে'
‘শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্ব পালন করবে' |
0

অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা ক্ষমতার পালা বদলের জন্য জীবন দেয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বলেন, 'বড় রাজনৈতিক দল গুলো আন্দোলনের স্প্রিট কে ধারণ করতে পারছে না।'

যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশের সময় এসেছে। আরও বলেন, প্রশাসনের মধ্যে থাকা কর্তৃত্ববাদের দোসররা এখনো বর্তমান সরকারের মধ্যে ঘাপটি মেরে আছে। জনকল্যাণমুখী কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে সহায়তা কর‍তে হবে।

সেজু