শিক্ষার্থী নিহতের ঘটনায় শেখ হাসিনার নামে আরও একটি মামলা

0

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা দায়ের হয়েছে। আজ (শনিবার, ১৭ আগস্ট) চট্টগ্রামের চান্দগাঁও থানায় এ মামলা করা হয়।

মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকেও আসামি করা হয়। নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করেন। গত কয়েকদিনে শেখ হাসিনার নামে আরও পাঁচটি হত্যা মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এতে চট্টগ্রামের বহদ্দারহাটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় পুলিশ এবং আওয়ামী লীগসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন ছাত্র মারা যায়। তাদের একজন তানভীর সিদ্দিকী।

পরে ৫ আগস্ট শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন।

tech