বাজার ঘুরে দেখা গেছে, রমজানের প্রয়োজনীয় পণ্য ছোলা, খেসারির ডাল, মশুর ডাল, অ্যাংকর, বেসন, ডাবলি, চিনিসহ সব পণ্যই গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দামে।
বিক্রেতারা বলেন, আগে ছোলা ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি করতাম। এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে রমজান মাসে আবার আগের দামে চলে আসবে আশা করি। চিনি ১৩৫ টাকায় কিনে ১৪০ টাকায় বিক্রি করছি।
পাইকারি বাজারে গত সপ্তাহেও ছোলা বিক্রি হয়েছে প্রতি কেজি ৮৫ টাকা, যা এখন বাজারভেদে ১০০ থেকে ১০৫ টাকা। আর গত রমজানে ছোলার দাম ছিলে ৭৫ টাকা। আর ডালভেদে মশুর, মুগ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। রমজানের অনেক আগেই দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা।
ক্রেতারা বলেন, রমজানের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সবকিছুর দাম বেড়েছে। দরিদ্রদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। সবজির দামও আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেশি।
এদিকে এবারও রোজার আগে ৯০ দিনের মধ্যে অর্থ পরিশোধের চুক্তিতে বাকিতে ৮ নিত্যপণ্য আমদানির সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। আগামী মার্চ পর্যন্ত সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর আমদানি করা যাবে।
তবে বিক্রেতারা বলছেন, আমদানিকারকরা দাম না কমালে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়বে না। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন ক্রেতারা।
ক্রেতারা বলেন, সরকারের এ বিষয়ে কঠোর হওয়া উচিত। সরকার একটু কঠোর হলে সব নিয়ন্ত্রণে চলে আসবে।