শীত মৌসুমে বাজারে দেখা মেলে নানা জাতের নতুন আলু। তাই অনেকটা নাগালের মধ্যেই থাকে দাম।
কিন্তু এবার শীতে বাজারে উত্তাপ ছড়াচ্ছে আলু। মৌসুমে যখন আলুর দাম কমার কথা তখন ঘটছে উল্টো। সব বাজারেই নতুন ও পুরানো আলুর দাম চড়া। বেশির ভাগ জায়গায় বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। পৌষের হিম শীতল দিনে এর দাম মেটাতেই যেন গলদঘর্ম হচ্ছেন ক্রেতারা।
কারওয়ান বাজারে বাজার করতে গিয়ে গৃহকর্মী নাজমা আক্তার এখন টেলিভিশনকে বলেন,‘আলু কিনেছি, অন্য একটি সবজি ৩০ টাকায় কিনতে চাইলেও সেই টাকা চলে গেল আলুর পেছনে। এই সময়ে আলুর এমন দাম আমাদের সমস্যায় ফেলে দিয়েছে।’
ডিসেম্বরের শেষ সপ্তাহ, বাজারে পুরনোর সাথে যোগ হয়েছে নতুন আলু। কিন্তু বছরজুড়ে চলা এই পণ্যের তেলেসমাতি থামছেই না। গেল ১৫ ডিসেম্বর আলু আমদানির অনুমতির মেয়াদ শেষ হয়। ভারতীয় আমদানি বন্ধের অজুহাতে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে পুরনো আলুর দামও।
নতুন লাল আলুর দাম ছাড়িয়েছে ১০০ টাকা। বাজারভেদে বিক্রি হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। আরেক জাতের নতুন আলুও সপ্তাহ ব্যবধানে ১০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। উত্তাপ কমেনি পুরনো আলুরও, দাম উঠেছে কেজিপ্রতি ৭৫ টাকা।
এক ক্রেতা বলেন, ‘গত দুইদিন আগেও ৬০ টাকায় আলু কিনেছি। কিন্তু আজকে এসে দেখি ৭০ টাকা। বর্তমান বাজার আর রোজগারের মধ্যে কোন মিল নেই।'
বিক্রেতারা বলেন, ‘আলুর আমদানি না বাড়ায় দাম কমছে না।’
শীতে নতুন আলু বাজারে উঠলেই দাম কমতে শুরু করে। কিন্তু এবার পুরোই ব্যতিক্রম। হাতিরপুল এলাকার মুদি দোকানদার আল আমিন মিয়া। গেল সপ্তাহে কারওয়ান বাজারের আড়ত থেকে নতুন আলু কিনেছেন ৬০ টাকা কেজি দরে। কিন্তু সপ্তাহ ব্যবধানে এবার কিনলেন ৭০ টাকা কেজিতে। চড়া দামে কেনায় মহল্লার দোকানে বেচতেও হবে বাড়তি দামে।
আল আমিন বলেন, ‘পণ্যের দাম হঠাৎ বাড়ার কারণে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। ক্রেতারা এসে তর্ক করে দাম বাড়ার বিষয়ে।’
বিক্রেতারা জানান, সরবরাহের ওপর নির্ভর করে আলুর দরদাম। এই সপ্তাহে চাহিদার তুলনায় সরবরাহে টান পড়ায় দাম বাড়তির দিকে।
শুধু কি আলু, মৌসুমের অন্য সবজিতেও যেন হাত দেয়া দায়। পেঁপে বা মূলা ছাড়া কোন সবজিই ৭০-৮০ টাকার নিচে মিলছে না। টমেটো, শিম, বেগুন কিনতে হচ্ছে বাড়তি দামে। ঊর্ধ্বগতির এই বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের।
দেশের হিমাগারগুলোতে পুরনো আলুর মজুত কমে যাওয়া আর নতুন আলুর সরবরাহ কমের অজুহাতে দাম বৃদ্ধির এই গোলকধাঁধা কাটবে শিগগিরই, আশা ভোক্তাদের।