বাজার
0

দেশি-বিদেশি প্রসাধনীর সমান চাহিদা

ঈদের খুশিতে রঙিন হয়ে উঠেছে শপিংমল। স্বজনদের সঙ্গে দোকান থেকে দোকানে ঘুরছেন ক্রেতারা। বাহারি বাতির আলোয় চলছে জমজমাট বেচাকেনা।

সাভারের ঈদ বাজারে পোশাকের পাশপাাশি চাহিদা বেড়েছে কসমেটিকস পণ্যের। পোশাকের সঙ্গে মানানসই ডিজাইনের আল্পনা আঁকতে রমণীদের প্রথম পছন্দ মেহেদি। বাড়তি নজর ত্বকের যত্নেও। ফেসওয়াশ, ক্লিনজার, শ্যাম্পু, ক্রিমসহ অন্যান্য প্রসাধনী সামগ্রীও বিক্রি হচ্ছে বেশ।

ক্রেতারা বলেন, 'মেয়ের জন্য মেহেদি কিনতে আসছি। মমতাজ মেহেদি দেখলাম। এটার দাম কম এবং ভালো।'

বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় পণ্যেও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। গুণগত মানের সঙ্গে সাশ্রয়ী দামে তৈরি হচ্ছে বাড়তি চাহিদা। এতে খুশি দেশীয় পণ্যের খুচরা ও পাইকারি বিক্রেতারা।

বিক্রিতারা বলেন, 'কম দামের মধ্যে বিক্রি করার চেষ্টা করছি। কাস্টমার প্রোডাক্ট কিনতে পেরে খুশি।'

সাভারের মমতাজ হারবালের পরিবেশক মো. আবু তাহের বলেন, 'মমতাজের প্রসাধনী প্রোডাক্ট খুবই ভালো। আর মমতাজ মেহেদির চাহিদা পার্লার থেকে শুরু করে সবার কাছে জনপ্রিয়।'

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতা সমাগম। প্রসাধনীর দোকানগুলোতে ঢুকলেই চোখে পড়ে দেশি-বিদেশি নানা প্রসাধনী পণ্য। বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তি হলেও সাধারণের নাগালে মিলছে দেশীয় প্রসাধনী পণ্য।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর