দেশে এখন
বাজার
0

তদারকির পরও খুচরা বাজারে চালের দাম কমেনি

বগুড়ায় তদারকির পরও খুচরা বাজারে চালের দাম কমছে না। মিলগেটে কেজিতে ১ থেকে ২ টাকা কমলেও খুচরায় আগের দরেই বিক্রি হচ্ছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেলার শেরপুরে চালের পাইকারি হাট ঘুরে এমনই দেখা গেছে। এই হাটে শত শত ব্যবসায়ীরা চাল নিয়ে আসেন। আর এখান থেকে জেলার বিভিন্ন মোকাম ও খুচরা বাজারে চাল সরবরাহ করা হয়।

আগের দামেই বিক্রির কারণ হিসেবে বিক্রেতারা বলেন, সপ্তাহ ব্যবধানে চালের দাম না বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে। আর মিলগেটে চালের দাম সামান্য কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। আগামী দিনে দাম আরও বাড়বে কিনা সেটাও বলা যাচ্ছে না বলে জানান তারা।

এদিকে আজই চাল সংগ্রহ অভিযান শেষ হচ্ছে। তবে চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন হয়নি বলে জানা গেছে। এবার জেলায় ২৮ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে।