ফ্যাশন
জীবনযাপন

ফ্যাশন দুনিয়ায় থ্রিডি মোটিফ স্টাইল

প্রথম দেখায় মনে হবে যেন, আপাদমস্তক ফুলের বাগান কিংবা সদ্য ফোঁটা গোলাপ। ফুল, পাখির থ্রিডি মোটিফ এখন ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ড। মেট গালা কিংবা অস্কার- যেকোন আয়োজনে যেখানে তারকাদের আনাগোনা, সেখানেই দেখা যায় থ্রিডি মোটিফের পোশাক।

এবারের মেটগালার থিম ছিল গার্ডেন অব টাইম, স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকনিং। এই থিমের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে প্রকৃতি। নানা ধরনের ফুল, পাতা, পাখি, পতঙ্গের বড় বড় অলংকরণ দেখা গেল তারকাদের পোশাকে।

প্রথাগত গড়নের বদলে একটু ভিন্ন ধরনের পোশাকের ফ্যাশন আগেও ছিল। তবে ত্রিমাত্রিক প্রাকৃতিক মোটিফ- ফ্যাশনের জগতে নতুন ধারা। পোশাকে নানা ধরনের মোটিফের ব্যবহার হয়েই থাকে। কিন্তু থ্রিডি মোটিফে তা সেলাই করে পুরোপুরি বসিয়ে দেয়া হয়। এক্ষেত্রে ডিজাইনটা জীবন্ত মনে হয়। পোশাকটাই যেন একটা বাগান, কিংবা এক ঝাঁক পাখি বসে আছে... এমনই ইমেজ তৈরি করে এই ডিজাইনটি।

 

মেট গালায় থ্রিডি পোশাকে হলিউড অভিনেত্রী জেন্ডায়া

এবারের মেট গালায় একেবারে থিম মেনে পোশাক বেছেছিলেন হলিউড অভিনেত্রী জেন্ডায়া। তাঁর অফশোল্ডার গাউনে ছিল এক থোকা আঙুর, উড়ন্ত পাখি এবং নেট এর টুপিতে লম্বা পালক। আরেকটি ড্রেসের হ্যাট জুড়ে ছিল পুরো গোলাপের বাগান।

 

মেট গালায় থ্রিডি পোশাকে সুপার মডেল জিজি হাদিদ

জিজি হাদিদের সাদা অফশোল্ডার গাউনের ট্রেল জুড়ে ফুটে থাকা হলুদ ফুল-পাতা নজর কেড়েছে।

 

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে থ্রিডি পোশাকে ঐশ্বরিয়া রাই বচ্চন

দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারে সাজেও নজর কেড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সোনালি নকশায় কালো-সাদা গাউন এবং ফোলানো হাতার পোশাক পরে লাল গালিচায় হাঁটেন তিনি। তার গাউনের ঝুলে ছিল সোনালি ফুলের সমারোহ।

 

থ্রিডি পোশাকে ইশা আম্বানী

অসুস্থতার কারণে এবারের মেট গালায় উপস্থিত থাকতে পারেননি মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানী। কিন্তু ওই দিন ইশার একটি ছবি পোস্ট করেন ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র। ইশার পরনে ছিল শাড়ি-গাউন, যার আঁচলজুড়ে ছিল ফুলের মেলা। বাগানে ফুলের উপর যেমন প্রজাপতি, মৌমাছি এসে বসে, তেমন ভাবেই ছোট-বড় নানা উপকরণ দিয়ে বাগান সাজিয়েছিলেন রাহুল।

 

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!