মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয় | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এসব তথ্য জানান।

প্রতিবেদনটি যাচাই-বাছাই ও পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

আরও পড়ুন:

একইসঙ্গে, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

ইএ