শুনানিতে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, ‘একটি গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আইনগত প্রশ্ন তোলার সুযোগ নেই। এ ধরণের সরকার অনেক দেশেই হয়েছে। তাদের নিয়ে পরবর্তীতে প্রশ্ন তোলা হয়নি।’
শিশির মনির শুনানিতে বলেন, ‘১০৬ অনুচ্ছেদের মতামত তেমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না।’ একই যুক্তিতে শুনানি করেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মহসিন রশীদ। পরে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারি।
২০২৪ সালের ৮ আগস্ট ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের পরামর্শ ও মতামত নিয়ে সরকার গঠন করে ড. ইউনূস। এরপরই সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।





