টাকা আত্মসাৎ: সাবেক ভূমি-মন্ত্রী জাবেদ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

সাইফুজ্জামান জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামাল
সাইফুজ্জামান জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামাল | ছবি: এখন টিভি
1

ব্যাংক ঋণ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) চট্টগ্রামে দুদক এ মামলাগুলো দায়ের করে। বেলা ৩টার দিকে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন।

ভুয়া ব্যাংক হিসাব খুলে ৩১ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোট ১৯ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে দুদক।

ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেন, ‘চারটি মামলার দুটিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামালকে আসামি করা হয়েছে। এছাড়া তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী ও ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে চারটি মামলার প্রত্যেকটিতে এবং বোন রোকসানা জামান চৌধুরীকে দুইটি মামলায় আসামি করা হয়েছে।’

এসময় দুদক মহাপরিচালক আর ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ায় পাঠানো শ্রমিকদের কাছ থেকে ৩১০ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের কথাও জানান।

এএইচ