সাগর-রুনি হত্যাকাণ্ড: পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি
নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি | ছবি: সংগৃহীত
2

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় পেল তদন্তে গঠিত টাস্কফোর্স। তবে নতুন করে ছয় মাসের সময় চাওয়াটার বিষয়কে অযৌক্তিক মন্তব্য করেছেন এ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

টাস্কফোর্স মামলার তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়ার জন্য হাইকোর্টের কাছে আরও ছয় মাস সময় চায়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।

বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে আরশাদুর রউফ বলেন, ‘টাস্কফোর্স মামলাটি তদন্ত করছে এবং তারা কিছু অগ্রগতিও পেয়েছে। তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় লাগবে।’

পরে আদালত টাস্কফোর্সকে তদন্ত শেষ করার জন্য আরও ৬ মাস সময় দেন।

আরও পড়ুন:

তবে টাস্কফোর্সের সময় আবেদনের তীব্র বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। তিনি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য টাস্কফোর্সকে তিন মাস সময় দেয়ার এবং তদন্তের বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য টাস্কফোর্স প্রধানকে তলব করার জন্য আবেদন করেন।

ব্রিফিংয়ে আইনজীবী শিশির মনির বলেন, ‘বিচারটি দীর্ঘসূত্রিতার কারণে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। গুরুত্বপূর্ণ মামলা বিবেচনা করে টাস্কফোর্স দ্রুত সময়ের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন বলে প্রত্যাশা করি।’

এর আগে গত ২২ এপ্রিল হাইকোর্ট টাস্কফোর্সকে তদন্ত সম্পন্ন করতে এবং প্রতিবেদন জমা দিতে অতিরিক্ত ছয় মাস সময় মঞ্জুর করেন। পরে আদালত শুনানির জন্য ২২ অক্টোবর (আজ) দিন ধার্য করেন।

ইএ