হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৮ অভিযোগ গ্রহণ

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন
ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন | ছবি: সংগৃহীত
0

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৮টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।

আজ (বৃহস্পতিবার,২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-২ এ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউশন।

আরও পড়ুন:

ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেন, ‘আন্দোলনকালীন সময়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আইন শৃঙ্খলাবাহিনী ও তার ১৪ দলের নেতাদের ছাত্র-জনতাকে উস্কানি দিয়েছিলেন অভিযুক্ত ইনু। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ করে বক্তব্য দিয়েছিলেন তিনি।’

এসময় শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের তিনটি অডিও বার্তা ট্রাইব্যুনালে শোনানো হয়েছে। এ মামলার মোট সাক্ষী ২০ জন।

এফএস