শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

মানবতাবিরোধী অপরাধের মামলা

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান | ছবি: এখন টিভি
0

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) সকালে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামেরও এ সাক্ষ্যগ্রহণে হাজির হওয়ার কথা রয়েছে।

বিচারপতি গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ তাদের সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর তাদের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সেদিন সাক্ষ্য দিতে হাজির হননি।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এ মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে তারা সাক্ষ্য দেবেন।

উল্লেখ্য, এ মামলার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত আন্দোলনে নিহতের পরিবার, জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিকসহ সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। এ মামলার মোট সাক্ষী ৮১ জন।

এসএইচ