বিচারপতি গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ তাদের সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর তাদের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সেদিন সাক্ষ্য দিতে হাজির হননি।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এ মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে তারা সাক্ষ্য দেবেন।
উল্লেখ্য, এ মামলার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত আন্দোলনে নিহতের পরিবার, জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিকসহ সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। এ মামলার মোট সাক্ষী ৮১ জন।





