ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলকে অব্যাহতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

রমনা থানার গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার শুনানি শেষে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মিজবাহ।

আরও পড়ুন:

এ মামলাকে মিথ্যা উল্লেখ করে জয়নুল আবেদীন মিজবাহ বলেন, ‘শুধু হয়রানি করার উদ্দেশেই মির্জা ফখরুলকে মামলায় জড়ানো হয়েছিল।’

তিনি জানান, এরকম দুই শতাধিক মামলা করা হয়েছিল মির্জা ফখরুলের নামে। তার নামে এখনও প্রায় ৩০টি মামলা আছে বলেও জানান আইনজীবী জয়নুল আবেদীন।

এসএইচ