বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ-মানহানি মামলার হুমকি ট্রাম্পের

বিবিসি লোগো, ডোনাল্ড ট্রাম্প
বিবিসি লোগো, ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

বক্তব্য বিকৃত করার ঘটনায় ক্ষমা চেয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি বিবিসি। ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় এবার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ ও মানহানি মামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। বিবিসি সঠিক পথেই আছে বলে মনে করছেন যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি।

প্যানারোমা অনুষ্ঠানের একটি পর্বে গত বছর ট্রাম্পের বক্তব্য বিকৃত করে সম্প্রচারকাণ্ডে কিছুতেই যেন রেহাই পাচ্ছে না ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টারনেস একইসঙ্গে পদত্যাগের পর ক্ষমাও চেয়েছেন চেয়ারম্যান সামির শাহ। সবশেষ আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে হোয়াইট হাউজে পাঠানো হয়েছে চিঠিও।

তবে ট্রাম্পের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি বিবিসি। আর এতেই যেন আরও বেশি ক্ষুব্ধ ট্রাম্প। প্রথমে বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করা হবে বললেও; এখন সেই অংক পাঁচগুণ বাড়িয়ে ৫০০ কোটি ডলার পর্যন্ত হতে পারে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো। এক বিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে মামলা করবো। সম্ভবত আগামী সপ্তাহের কোনো একসময় মামলাটি করা হবে।’

তবে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়াসহ বিবিসি সঠিক পথেই আছে বলে মনে করছেন যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি।

তিনি বলেন, ‘আমি বিবিসির নেতৃত্বের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। গত সপ্তাহ থেকে আমি প্রতিদিন বিবিসির চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় তারা এটিকে গুরুত্ব সহকারে দেখছেন। তারা এটি বুঝতে পেরেছেন। গুরুতর ভুলের জন্য তাদের ক্ষমা চাওয়াও সঠিক পদক্ষেপ।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াই চলাকালীন সময় ২০২৪ সালে ২৮ অক্টোবর প্যানারোমা অনুষ্ঠানে ‘ট্রাম্প: এ সেকেন্ড চান্স?’ নামে একটি অনুসন্ধানী পর্বই বিবিসির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচারের ঘটনা থেকেই মূলত তোলপাড় শুরু হয়। কারণ প্রামাণ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিলো; যাতে মনে হয় তিনিই ক্যাপিটল হিলে হামলা করার জন্য সমর্থকদের উসকে দিয়েছিলেন।

এসএস