উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি গৃহহীন হয়েছেন হলিউড তারকারাও

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি গৃহহীন হয়েছেন হলিউড তারকারাও। এই কাতারে রয়েছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা নিজ বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা। প্যালিসেডস শহরে ক্ষতিগ্রস্ত একেকটি বাড়ির গড় মূল্য প্রায় সাড়ে ৪০ লাখ ডলার।

দাবানলের আগুনের লেলিহান শিখায় পুড়ছে স্বপ্ন। চোখের সামনে এই দৃশ্য দেখে হৃদয়ে যেন রক্তক্ষরণ হলিউডের বাসিন্দাদের। যেখানেই চোখ যায়, চারদিক যেন এক ভুতুড়ে বিধ্বস্ত জনপদ। আগুনের ধ্বংসস্তূপ যেন হার মানিয়েছে হলিউড সিনেমাকেও।

বিলি ক্রিস্টাল। ১৯৭৯ সাল থেকে বসবাস করছিলেন প্যাসিফিক প্যালিসেডের বাড়িতে। আগুনে পুড়ে গেছে প্যারিস হিলটনে মালিবু সমুদ্র সৈকতে পাশে থাকা তার রাজপ্রাসাদ।

বিলি ক্রিস্টালের মতো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে গৃহহীন হয়েছেন হলিউডের অনেক সেলিব্রেটি। ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন গসিপ গার্ল তারকা লেইটন মিস্টার, দুইবারের অস্কার বিজয়ী অ্যান্থনি হপকিন্স, রোজান তারকা জন গুডম্যান, টপ গান: ম্যাভেরিক" অভিনেতা মাইলস টেলার, আনা ফারিস, অস্কার উপস্থাপক ক্রিস্টালসহ আরও অনেকে।

শুধু সেলিব্রেটি নয়, দাবানলের আগুনে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব অনেক মার্কিনি।

একজন বলেন, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। দুই-তিন দিন আগেও জায়গাটি খুব সুন্দর ছিল। আজ সব ধোঁয়াটে। সবকিছু পুড়ে গেছে। বাড়ি জিনিসপত্র সবকিছু আজ ধ্বংস।’

আরেকজন বলেন, ‘এত কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। আগুনের তীব্রতা এতটাই বেশি ও বড় ছিল এর বিরুদ্ধে লড়াই করার কোনও উপায় ছিল না।’

ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানল। যার মোট অর্থনৈতিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই দাবানল নিয়ন্ত্রণে আনা না গেলে আরও বাড়বে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ।

এএইচ