উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ঘুষের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে রায় ১০ জানুয়ারি

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় আগামী ১০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিবেন আদালত।

সাজা ঘোষণা নিশ্চিত হলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রেহাই পাবেন কারাবন্দিত্ব থেকে, এমন ইঙ্গিত দিয়েছেন বিচারক। এর আগে গেল মে মাসে এই মামলার ৩৪টি অপরাধে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প।

এতে করে ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মামলায় জড়ানোর পাশাপাশি দোষী সাব্যস্ত হন ৭৮ বছর বয়সী এই নেতা। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প।

এএম