উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ঈশ্বর একটি বিশেষ কারণে আমার জীবন বাঁচিয়েছেন: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বুধবার ৬ নভেম্বর) ফ্লোরিডায় ভাষণের সময় নির্বাচনের আগে তার বিরুদ্ধে দৃশ্যত দুটি হত্যাচেষ্টার কথা উল্লেখ করে বলেন ‘ঈশ্বর একটি বিশেষ কারণে আমার জীবন বাঁচিয়েছেন’। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত সেপ্টেম্বরের শেষের দিকে ফ্লোরিডার গলফ কোর্সে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনে কর্তৃপক্ষ। এছাড়া পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটে।

ফ্লোরিডায় রিপাবলিকান এ নেতা তার উল্লসিত সমর্থকদের উদ্দেশে ভাষণে যুক্তরাষ্ট্রকে সুস্থ করে তুলতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প আরো বলেন, ‘আমাদের সামনে যে কাজ আছে তা সহজ হবে না। তবে আপনারা আমাকে যে কাজটি অর্পণ করেছেন তার জন্য আমার আত্মার প্রতিটি শক্তি, চেতনা এবং লড়াই করে যাব।

এএম