দুদিন আগে যুক্তরাষ্ট্রের অরেগন ও ওয়াশিংটনে দুটি ব্যালট বাক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকশ কাস্ট করা ভোট নষ্ট হয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। উভয় ঘটনার ক্ষেত্রেই বাক্সের বাইরের অংশে আগুন ধরানোর উপাদান খোঁজে পেয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই।
এই ঘটনার পর ভোটের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে সাতটি সুইং স্টেটসহ অন্যান্য অঙ্গরাজ্যগুলো। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার ঘোষণা দিয়েছেন নেভাদার গভর্নর জো লম্বার্ডো। এতে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যের ভোটাররা তাদের নির্বাচনী ব্যালট বাক্সের নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী। তবে অনেক জায়গার ভোটাররাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
সাধারণ ভোটাররা বলছেন, সামগ্রিকভাবে, নিরাপত্তা খারাপ না হলেও ব্যালট পোড়ানোর অধিকার কারও নেই। তারা বিশ্বাস করেন বিশেষ প্রেসিডেন্ট নির্বাচনে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। অতীতের নিরাপত্তাও খুব ভালো ছিল না। এজন্য তাদের চাওয়া কর্তৃপক্ষ অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো পদক্ষেপ নেবে।
ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ। ভোটারদের ভোটের অধিকার নিশ্চিতে জো বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরে বলেন,‘ সব আমেরিকানদেরই ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং আমরা এটি নিশ্চিত করতে চাই। এফবিআই অবশ্যই এই ঘটনাগুলো নিয়ে বিস্তারিত তথ্য দেবে।’
আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, এবং কে হবেন হোয়াইট হাউজের নতুন অদিপতি, এখন সেই অপেক্ষায় বিশ্ববাসী।