উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নির্বাচনে কারচুপির প্রমাণ পায়নি ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের কারচুপির অভিযোগের কোনো প্রমাণ পায়নি দেশটির সুপ্রিম কোর্ট। এক বিচারক জানান, তদন্ত শেষে আদালত যে রায় তা হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

গত ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলে প্রধান বিরোধী জোট। নিকোলাস মাদুরোর বিজয়কে চ্যালেঞ্জ করে তারা। এর পর থেকেই দেশটিকে বিক্ষোভ শুরু হয়।

নির্বাচনের ফল যাচাইয়ে প্রেসিডেন্ট মাদুরোর করা আবেদনে সব দলের প্রার্থীদের তলব করে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেস গ্রেপ্তারের ভয়ে আদালতে উপস্থিত হননি।

ভোট চুরি ও গণনায় কারচুপির কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পায়নি আদালত। এদিকে, ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকো বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, এই বিষয়টি সুপ্রিম কোর্টের মাধ্যমে সমাভেনেজুয়েলা, প্রেসিডেন্ট-নির্বাচন, ভোট-কারচুপি, নিকোলাস-মাদুরো, সুপ্রিম-কোর্টধান হবে না।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর