মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবানন ছাড়তে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের অনুরোধ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত তৈরির শংকায় রয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য লেবাননে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। বেইরুটে থাকা মার্কিন দূতাবাস থেকে অধিবাসীদের এ আহ্বান জানানো হয়। বিবিসি প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

দূতাবাস থেকে অধিবাসীদের যেকোনো টিকেট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো খারাপ হতে পারে।ৎ

বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এর কঠোর প্রতিশোধ নেয়ার কথাও জানিয়েছে। এরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর বিষয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সময় রবিবার হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে বলে জানা গেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলোকে বাধা দিচ্ছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার নাগরিকদের একই ধরনের নির্দেশনা দিয়েছে। এর মধ্যে যারা লেবাননে রয়েছে তাদের দ্রুত দেশে ফিরে আসার পাশাপাশি বাকিদের ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে।

শনিবার দেয়া এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যারা লেবাননে থাকার পরিকল্পনা করছেন তাদের আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং লম্বা সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে থাকার প্রস্তুতি নিতে হবে।

অন্যদিকে পেন্টাগন জানায়, অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করা হবে। বিশেষ করে ইরানের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর