‘গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা গ্রহণযোগ্য নয়’— স্বায়ত্তশাসিত সরকারের কড়া বার্তা

গ্রিনল্যান্ডের সংসদ ইনাতসিসারত
গ্রিনল্যান্ডের সংসদ ইনাতসিসারত | ছবি: সংগৃহীত
0

কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা গ্রহণযোগ্য নয়। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত সরকার এক বিবৃতিতে একথা জানান।

এতে আরও জানানো হয়, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। তাই ন্যাটোভুক্ত অন্যান্য দেশের মতো আর্কটিক অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রতিরক্ষা জোটটির। এর আগে, ন্যাটো মহাসচিব মার্ক রুট এক সংবাদ সম্মেলনে জানান, গ্রিনল্যান্ডে নিরাপত্তা বাড়াতে কাজ করছেন তারা। এরইমধ্যে জোটভুক্ত বেশ কয়েকটি দেশ এই বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এদিকে, গ্রিনল্যান্ড ইস্যুতে চলমান উত্তেজনার মাঝেই চলতি সপ্তাহে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। তবে ইতোমধ্যে ওয়াশিংটনের গ্রিনল্যান্ড কিনে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোপেনহেগেন।

এএম