ইউরোপ
বিদেশে এখন
0

স্বেচ্ছামৃত্যুর পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে বিল পাস

প্রাপ্তবয়স্ক অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে বিল পাস হয়েছে। উচ্চকক্ষে পাসের পর বিলটি পরিণত হবে আইনে।

শুক্রবার ‘এন্ড অব লাইফ’ নামে পরিচিত বিলটির পক্ষে ভোট দেন ৩৩০ জন আইনপ্রণেতা। বিপক্ষে যায় ২৭৫টি ভোট।

আলোচিত বিলটিতে বলা হয়েছে, ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসরত কোনো গুরুতর অসুস্থ রোগীর ৬ মাসের কম সময় বেঁচে থাকার সম্ভাবনা থাকলে ব্যক্তিটি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে পারবেন।

এক্ষেত্রে রোগীর অর্ধ বছরের কম বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে হবে চিকিৎসককে। চিকিৎসাবিজ্ঞানের সহায়তায় স্বেচ্ছামৃত্যুর বিষয়টি কার্যকর করা হবে।

নিয়ম লঙ্ঘনের মাধ্যমে স্বেচ্ছামৃত্যু বেছে নেয়া কিংবা মৃত্যুর জন্য বাধ্য করা হলে ১৪ বছর কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!