ইউরোপ
বিদেশে এখন
0

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুতই কাজ শুরু করা হবে: কেইর স্টার্মার

জীবনযাত্রার ব্যয় কমানোসহ জনগণের সব প্রত্যাশা পূরণে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন লেবার পার্টির নেতা ও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

আজ (শুক্রবার, ৫ জুলাই) প্রধানমন্ত্রী হিসাবে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নিয়োগ পাওয়ার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জনগণের উদ্দেশে দেয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। বক্তব্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য দেশের প্রথম ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদও জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

তিনি বলেন, 'একটি দেশে পরিবর্তন আনা সময় সাপেক্ষ। তবে দ্রুতই আমরা এর কাজ শুরু করবো। আমাদের যে সম্পদ আছে তা দিয়েই দেশকে পুনরায় গড়ে তুলবো। স্বাস্থ্যখাতকে আরও মজবুত করা হবে, সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে, রাস্তা-ঘাট আরও নিরাপদ করা হবে। কর্মক্ষেত্রে সবাইকে সম অধিকার ও সম্মান দেয়া হবে।'

স্টার্মার বলেন, 'বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, সাধ্যের মধ্যে আবাসস্থলের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। আগামী দিনের শিশুরা একটা সুন্দর ব্রিটেন উপহার পাবে।'

এর আগে বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেন। এছাড়া নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণে নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বও ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন ঋষি সুনাক। দল নতুন নেতা পেয়ে গেলেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

এসএস