তীব্র শীতে জমে গেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি হ্রদ। গেল সপ্তাহের সবচেয়ে ভারী তুষারপাত আর ঝড়ের অন্যতম শিকার উইসকনসিনের মিলওয়াকি শহর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে সময় দেশজুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ বাড়িঘর। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে আর্কটিকের হিমশীতল বাতাসে কাবু যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার (১৯ জানুয়ারি) তিন ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। ওয়াশিংটনের স্পোকানেতে এক ফুট তুষার জমে গেছে বিভিন্ন এলাকায়। তুষার সরাতে পাল্লা দিয়ে কাজ করছে প্রশাসন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, 'আমি মিডওয়েস্টের বাসিন্দা। এমন তুষার আমার খুব পছন্দ। ঘুম ভেঙেই দেখি সব সাদা, খুব দারুণ লাগছে। শীত বেশি হলে হোক, তুষারপাত চাই আমি।'
নিউইয়র্কে প্রতি ঘণ্টায় কয়েক ইঞ্চি করে তুষার জমছে। লেক ইফেক্টের প্রভাবে পশ্চিমের বাফেলো শহরে তুষারের পুরুত্ব পাঁচ ফুট ছাড়াতে শুরু করেছে। আরও পশ্চিম প্রান্তের নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী ওমাহায় তাপমাত্রা হিমাঙ্কের ১৮ ডিগ্রি সেলসিয়াস নিচে, কিন্তু ঠাণ্ডা অনুভব হচ্ছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মতো।
ভারী তুষারে ছেয়ে গেছে কানাডার পশ্চিমাঞ্চল। কিছু এলাকায় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। ভ্যাঙ্কুভার আর ব্রিটিশ কলাম্বিয়ায় তুষারঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে সব স্কুল, ব্যাহত হচ্ছে গণপরিবহন সেবা।
আর্কটিকের ঠাণ্ডা বাতাস উত্তর আমেরিকা পেরিয়ে পৌঁছেছে ইউরোপে। মাত্র কয়েকদিন আগেই আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায় পুড়ে ছাই হয়েছিল আইসল্যান্ডের যে এলাকার তিন হাজার বাড়িঘর, তা এখন শ্বেতশুভ্র তুষারে জমে গেছে। রাজধানী রেইকজাভিক রূপ নিয়েছে কল্পনার স্বর্গরাজ্যে, শীতের সৌন্দর্য দেখতে সেখানে জড়ো হচ্ছেন পর্যটকরা।
বেলজিয়ামের আংশিক ঢাকা পড়েছে তুষারে। রাজধানী ব্রাসেলসে পাঁচ সেন্টিমিটার তুষার জমে যাওয়ায় অনেক সড়কে বিপজ্জনক পরিস্থিতি বলে গাড়িচালকদের সতর্ক করেছে প্রশাসন।
বেলজিয়ামে ঘুরতে আসা এক পর্যটক বলেন, 'এই আবহাওয়া আমার জন্য কিছুই না। কারণ আমি এসেছি রাশিয়া থেকে। আমাদের দেশে তুষার এতো বেশি পড়ে যে এখানকার তুষারপাত আমার খুব ভালো লাগছে। ব্রাসেলসের মতো শহর তুষারে ঢেকে গেলে তা দেখার মতোই হয়।'
স্পেনে শীতকালীন তুষারঝড়ে আটকা পড়ে প্রায় ৬০০ গাড়ি। মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে চালকদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী।
ফ্রান্সে তুষারের দেখা পেয়ে দিন শুরু করেছে রাজধানীবাসী। আইফেল টাওয়ারসহ প্যারিসের বিভিন্ন স্থাপনা দেখা দিচ্ছে ভিন্নভাবে। তবে দেশের বাকি অঞ্চলে তীব্র তুষারপাত আর বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।