আগাম আবহাওয়া সতর্কতা জারি আছে জাপান সাগরের নিকটবর্তী ৪টি প্রদেশে। তুষারের রাস্তাঘাট ঢেকে যাওয়ায় আগামী কয়েকদিন যান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
একই অবস্থা তুরস্কের ইস্তানবুল শহরেও। বছরের প্রথম তুষারপাতে বিপর্যস্ত তুরস্কবাসীর জনজীবন। আর্কটিক ঝড়ের কারণে তুরস্ক ছাড়াও লেবানন, জর্ডান ও সিরিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে।
শুক্রবার ইস্তানবুলে সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। এদিন বন্ধ ছিল স্কুল কলেজও।
ইস্তানবুল ও সাবিহা বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহ আরও কয়েকদিন চলতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ।