বোমা বিস্ফোরণে নিহত দুই ভারতীয় সেনা

এশিয়া
বিদেশে এখন
0

ভারতের জম্মু ও কাশ্মীরে বোমা বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

ভারতীয় সেনাদের 'হোয়াইট নাইট কর্পস' ইউনিট এক্স বার্তায় জানায়, আখনুর সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের পুঁতে রাখা 'ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস' বা 'আইইডি' বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

ঐ বার্তায় আরও বলা হয়, নিহত সেনারা লাইন অব কন্ট্রোলের আশেপাশে টহল দিচ্ছিলেন। এসময় একটি আইইডি তাদের নজরে আসে। সেটি নিষ্ক্রিয় করার সময় ঐ দুই সেনাসদস্যের প্রাণহানি হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।

ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে আখনুর সেক্টরে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

এসএস