ভারতীয় সেনাদের 'হোয়াইট নাইট কর্পস' ইউনিট এক্স বার্তায় জানায়, আখনুর সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের পুঁতে রাখা 'ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস' বা 'আইইডি' বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।
ঐ বার্তায় আরও বলা হয়, নিহত সেনারা লাইন অব কন্ট্রোলের আশেপাশে টহল দিচ্ছিলেন। এসময় একটি আইইডি তাদের নজরে আসে। সেটি নিষ্ক্রিয় করার সময় ঐ দুই সেনাসদস্যের প্রাণহানি হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।
ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে আখনুর সেক্টরে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।