উত্তর প্রদেশ, পাঞ্জাব পুলিশের সঙ্গে তিন খালস্তিানপন্থীর গুলিবিনিময় হয় রোববার রাতে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে চাইলেই খালিস্তানপন্থীরা বন্দুক হামলা করলে আত্মরক্ষায় পাল্টা হামলা করে পুলিশ।
আহত হন গুরবিন্দর সিং, ভিরেন্দ্র সিং আর যশনপ্রিত সিং। এরপর তাদের মৃত্যু হয়। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, পাকিস্তানের মদদপুষ্ট খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য তারা। সীমান্তে গ্রেনেড হামলার পেছনে তাদের যোগসূত্র রয়েছে। পুরো বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।