এশিয়া
বিদেশে এখন
0

পাঞ্জাব-হরিয়ানায় বিক্ষোভরত কৃষকদের ওপর পুলিশের হামলা

ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে জলকামান আর টিয়ার গ্যাস দিয়ে বিক্ষোভরত কৃষকদের ওপর হামলা করেছে পুলিশ। নয়াদিল্লি অভিমুখে কৃষকদের লংমার্চে শনিবার আবারও বাঁধা দিয়েছে পুলিশ।

কৃষকরা বলছেন, অন্যান্যবারের তুলনায় এবারের হামলায় পুলিশ রাসায়নিক ব্যবহার করছে। টিয়ার গ্যাস ছুড়তে ড্রোনও ব্যবহার করেছে পুলিশ, ছুড়ছে রাবার বুলেটও।

কৃষকদের দাবি, সরকারের পক্ষ থেকে শস্য উৎপাদনে দিতে হবে সহায়তা, করতে হবে ঋণ মওকুফ। গেলো ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব – হরিয়ানা সীমান্তের শম্ভুতে বিক্ষোভ করছেন কৃষকরা।

আগামী ১৬ আর ১৮ ডিসেম্বর পাঞ্জাবে ‘ট্রাক্টর মার্চ’ আর ‘রেল বন্ধ’ বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কৃষকরা।

এএইচ