পরিবেশ ও জলবায়ু , এশিয়া
বিদেশে এখন
0

ভারতে ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহের অর্ধেক এখনও বাকি

অসহনীয় গরমে পুড়ছেন ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহের অর্ধেক এখনও বাকি বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা।

আজ (মঙ্গলবার, ১২ জুন) দেশটির বড় অংশে তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। দিল্লির নারেলা ও উত্তর প্রদেশের প্রয়াগরাজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। রাজস্থান, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, চন্ডিগড়েও চলছে দাবদাহ। মৌসুমের শুরু থেকে ওডিশায় হিটস্ট্রোকে নিশ্চিত ৪১ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ।

মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে ভারতে গরমজনিত অসুস্থতায় প্রাণ গেছে শতাধিক মানুষের। সে সময় কয়েকটি এলাকায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।