আজ সকাল থেকে ভারতে শুরু হয়েছে লোকসভা নির্ভাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনের মোট ভোটার প্রায় ৯৭ কোটি। যার মধ্যে ৪৯ কোটি পুরুষ ও ৪৭ কোটি নারী ভোটার।
আজ থেকে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ-লোকসভার ৫৪৩ টি আসনে সাত ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে ও সপ্তম ধাপে পহেলা জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর ৪ জুন জানা যাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।