মাদুরো অপহরণের বর্ণনা দিয়ে মুক্তির দাবি জানিয়েছে তার ছেলে

মাদুরো গুয়েরা
মাদুরো গুয়েরা | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের লোমহর্ষক ঘটনার বর্ণনা করেছেন তার ছেলে মাদুরো গুয়েরা। যুক্তরাষ্ট্রের আক্রমণের ভয়াবহ সেদিনের রাতের অভিজ্ঞতা তুলে ধরে অবিলম্বে বাবা-মায়ের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে, মাদুরো ও তার স্ত্রীর মুক্তির আহ্বান জানিয়ে চিঠি লিখেছে ক্ষমতাসীন দলটির শত শত সমর্থক।

গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে দেশটির নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বন্দি করা হয় যুক্তরাষ্ট্রের একটি কারাগারে। তার মামলাটি এখনো বিচারাধীন আছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় শতাধিক নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে সেদিনের রাতের ভয়াবহ ঘটনার বর্ণনা করেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। অপহরণের সময় তার বাবার সঙ্গে শত চেষ্টা করেও কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই লোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গুয়েরা।

আরও পড়ুন:

মাদুরোর ছেলে অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে বাবা মাদুরো ও মা ফ্লোরেসের মুক্তি এবং তাদের দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি।

এদিকে, মাদুরোকে আটকের পর থেকেই ভেনেজুয়েলাজুড়ে বিক্ষোভ করে আসছে তার দলের সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার ক্ষমতাসীন দল পিএসইউভি-এর সমর্থকেরা রাজধানী কারাকাসে জড়ো হয়ে সমাবেশ করে। এ সময় নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি ফ্লোরেসের মুক্তির আহ্বান জানিয়ে চিঠি লিখে শত শত মানুষ। হাতে লেখা এসব চিঠির বার্তায় ছিল আমরা আমাদের রাষ্ট্রপতিকে ফেরত চাই।

দেশটির বেশ কয়েকটি রাজ্যে একই রকম চিঠি লেখা এবং সেগুলো সংগ্রহের আয়োজন করা হয়। সরকারপন্থী গোষ্ঠীগুলির ধারাবাহিক সমাবেশ ও প্রতিবাদের অংশ হয়ে উঠে এই চিঠি।

ইএ