ভাঙা হচ্ছে হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের একাংশ, নিন্দায় সরব মার্কিনিরা

হোয়াইট হাউজের ভাঙা অংশ
হোয়াইট হাউজের ভাঙা অংশ | ছবি: সংগৃহীত
0

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ভাঙা হচ্ছে হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের একাংশ। যদিও প্রেসিডেন্টের এ উচ্চাভিলাষী সিদ্ধান্তের নিন্দায় সরব মার্কিনিরা। যেখানে দেশটির অনেক মানুষ দারিদ্রসীমার নিচে সেখানে প্রেসিডেন্টের বলরুম নির্মাণ পরিকল্পনাকে অযৌক্তিক মনে করেন সাধারণ মানুষ। পাশাপাশি বিরোধী ডেমোক্র্যাটরাও প্রশ্ন তুলেছেন প্রকল্পটির অর্থায়ন নিয়ে। যদিও নিজ সিদ্ধান্তে অনড় ট্রাম্পের দাবি, হোয়াইট হাউজের ঐতিহ্যকে টিকিয়ে রেখেই নির্মিত হবে চোখ ধাঁধানো নতুন বলরুম।

দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই ভাঙ্গা-গড়ার খেলায় ব্যস্ত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বলরুম নির্মাণের জন্য ঐতিহ্যবাহী হোয়াইট হাউজের ইস্ট উইং ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে একাংশ। আর এটি দেখতে ভিড় জমাচ্ছেন মার্কিনীরা।

যেহেতু সরকারি শাটডাউনের কারণে ওয়াশিংটনের অনেক ভ্রমণ কেন্দ্র বন্ধ, তাই নিরাপত্তার কারণে সেখানে ঢুকতে না পারলেও বাইরে থেকেই বলরুম নির্মাণ কার্যক্রম দেখছে সাধারণ মানুষ। ক্ষোভ ছাড়ছেন দেশটির প্রেসিডেন্টের উচ্চাভিলাষী পরিকল্পনার।

দেশটির বাসিন্দারা বলেন, ‘দেশের অনেক মানুষ গৃহহীন। অনেকে না খেয়ে আছে। আর প্রেসিডেন্ট বোকার মতো এসব কাজে অর্থ ব্যয় করছে। এটি পুরো সিস্টেমের দুর্নীতিকেই ইঙ্গিত করে। প্রকল্পটিতে কে অর্থ ব্যয় করছে তা স্পষ্ট নয়। এটি কে অনুমোদন করেছে তাও জানি না । এমনকি আমি এটাও জানি না, হোয়াইট হাউজ ভাঙ্গার জন্য অনুমোদন প্রয়োজন হয় কিনা। আমি প্রেসিডেন্টের সিদ্ধান্তে অবাক হই না। আমার মনে হয় তার সিদ্ধান্তের ওপর কারো নিয়ন্ত্রণ ও ভারসাম্য নেই। তাই বলরুম নির্মাণ নিয়ে বেশি চিন্তা করছি না। এটি হয়ে গেলেও, অবাক হবো না।’

আরও পড়ুন:

বিরোধী ডেমোক্র্যাট শিবিরেরও এ নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, পরিকল্পনাটি গ্রহণে সঠিক পদক্ষেপ অনুসরণ করা হয়নি। তহবিল নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আবার অনেকে এর নির্মাণশৈলী নিয়েও প্রশ্ন তুলেছেন।

দেশটির বাসিন্দারা বলেন, ‘যেকোনো স্থাপনা নির্মাণের জন্য যে স্ট্যান্ডার্ড মান অনুসরণ করা হয় তা ছাড়াই এটি নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। এজন্য কর্তৃপক্ষের লজ্জা পাওয়া উচিত।’

এদিকে ট্রাম্পের দাবি, চোখধাঁধাঁনো নতুন বলরুম তৈরিতে সোয়া ২শ' বছরের পুরনো প্রাসাদসম হোয়াইট হাউজের মূল নকশায় হাত দেয়া হবে না।

ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনের কাছে পর্যালোচনার জন্য বলরুম নির্মাণের পরিকল্পনা জমা দেবে হোয়াইট হাউজ। পুরো প্রকল্পে ব্যয় হবে ৩০০ মিলিয়ন ডলার। বিপুল এই অর্থ জোগাড় করবেন ট্রাম্প নিজে এবং বেসরকারি অর্থদাতারা। যদিও বিস্তারিত অর্থ বিবরণী প্রকাশ করেনি হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের ইস্ট উইং ফার্স্ট লেডি ও তার কর্মচারীদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। গত সোমবার থেকে এটি ভাঙ্গার কাজ শুরু হয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, নতুন বলরুম হবে এক হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন।

ইএ