গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ জোরদারে ইসরাইলে যাচ্ছেন জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও গাজার শিশু
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও গাজার শিশু | ছবি: সংগৃহীত
0

গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর জন্য চাপ দিতে ইসরাইলে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ঝুলে যাওয়া অস্ত্রবিরতি রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্রবিরতি কার্যকরের ১০ দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত আর ৩০০ বেশি আহত হলেও; অস্ত্রবিরতি এখনও কার্যকর আছে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত গাজায় প্রবেশের কথা ছিল ত্রাণবাহী ৬ হাজার ৬০০ বেশি ট্রাকের। ঢুকেছে মাত্র ৯৮৬টি। অনাহার, জরুরি ওষুধ ও অন্যান্য পণ্যের নিত্য সংকট তো চলছেই। ১০ অক্টোবর অস্ত্রবিরতি কার্যকর হলেও, এর মধ্যেই চলতে থাকা ইসরাইলি হামলায় আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে ৫৭ ফিলিস্তিনির মরদেহ।

আরও পড়ুন:

ফিলিস্তিনিদের একজন বলেন, ‘সব মিথ্যা, অস্ত্রবিরতির নামগন্ধ নেই, নিজেদের বাড়িতে ছিল এসব মানুষ। এখন অবস্থা দেখুন।সবাই এখন মাংসের স্তুপ। আমি আর কী বলবো। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, বাঁচালে তিনিই বাঁচাবেন আমাদের।’

ইসরাইলের দাবি, গাজার শাসকদল হামাসের হামলায় দুই সেনা নিহতের জেরে অস্ত্রবিরতির মধ্যেও এসব অভিযান। উপত্যকাজুড়ে হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা এবং ফিল্ড কমান্ডার ও যোদ্ধাদের হত্যা, সুড়ঙ্গ আর অস্ত্রভাণ্ডার ধ্বংসেরও দাবি করেছে দখলদার বাহিনী। অস্ত্রবিরতিতে মধ্যস্থতাকারী অন্যতম দেশ কাতারের অভিযোগ, অব্যাহতভাবে পরিস্থিতি খারাপের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেন, ‘ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে সকল ধরনের অরাজকতা চালাচ্ছে। এসব কার্যকলাপের নিন্দা জানাচ্ছি।’

ঝুলে যাওয়া অস্ত্রবিরতি রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এটি কার্যকরের ১০ দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত আর ৩শ'র বেশি আহত হলেও; অস্ত্রবিরতি এখনও কার্যকর আছে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর জন্য চাপ দিতে ইসরাইলে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আঞ্চলিক প্রতিবন্ধকতা আর সুযোগ নিয়ে তার সাথে আলোচনা হবে বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘দুটো প্রধান বিষয় নিয়ে মূলত আমরা কথা বলবো। নিরাপত্তায় যেসব বাধার মুখোমুখি আমরা হচ্ছি এবং যেসব রাজনৈতিক সুযোগ-সুবিধা আমাদের সামনে আছে। সব বাধা পেরিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমাদের।’

এদিকে, ভঙ্গুর অস্ত্রবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্নের মধ্যেই ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার প্রচেষ্টা প্রতিক্রিয়ায় ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সেজু