দীপাবলি উপলক্ষে অযোধ্যায় একসঙ্গে ২৬ লাখ প্রদীপ প্রজ্বলন

২৬ লাখ প্রদীপ প্রজ্বলন
২৬ লাখ প্রদীপ প্রজ্বলন | ছবি: সংগৃহীত
0

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় একসঙ্গে ২৬ লাখ প্রদীপ প্রজ্বলন করা হয়। গিনেস বুকে সবচেয়ে বড় প্রদীপ প্রজ্বলন প্রদর্শনের রেকর্ডের উদ্দেশে প্রায় দশ হাজার ভক্ত সারায়ু নদীর তীরে এ কাজে অংশ নেয়।

এ উৎসবে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুগি আদিত্যনাথ। দীপাবলি উৎসবের একদিন আগের এ আয়োজন ফেস্টিবাল অব লাইট বা আলোর উৎসব নামে পরিচিত। মন্দিরের শহর অযোধ্যাকে মূলত সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামায়নের জন্মস্থান বলে বিশ্বাস।

আরও পড়ুন:

অঞ্চলভেদে দীপাবলির সঙ্গে জড়িত নানা বিশ্বাস ও রীতিনীতি। দক্ষিণ ভারতে এ দিনটিকে রামের অযোধ্যায় ফিরে আসার দিন হিসেবে উদযাপন করা হয়। কথিত আছে এদিন, রাবনকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রামচন্দ্র।

ইএ