এ উৎসবে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুগি আদিত্যনাথ। দীপাবলি উৎসবের একদিন আগের এ আয়োজন ফেস্টিবাল অব লাইট বা আলোর উৎসব নামে পরিচিত। মন্দিরের শহর অযোধ্যাকে মূলত সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামায়নের জন্মস্থান বলে বিশ্বাস।
আরও পড়ুন:
অঞ্চলভেদে দীপাবলির সঙ্গে জড়িত নানা বিশ্বাস ও রীতিনীতি। দক্ষিণ ভারতে এ দিনটিকে রামের অযোধ্যায় ফিরে আসার দিন হিসেবে উদযাপন করা হয়। কথিত আছে এদিন, রাবনকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রামচন্দ্র।





