ভারতে কাশির সিরাপে ১৪ শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

কাশির সিরাপ
কাশির সিরাপ | ছবি: সংগৃহীত
0

ভারতে গেলো মাসে কোল্ডরিফ নামে বিষাক্ত কাশির সিরাপ পানে ১৪ শিশুর মৃত্যুর ঘটনায় ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবীণ সোনি নামে একজন ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অভিযোগ, নিহত রোগীদের ওষুধটি সেবনের পরামর্শ দিয়েছিলেন সোনি।

রয়টার্স জানায়, সিরাপে বিষাক্ত ডাইথাইলিন গ্লাইকলের পরিমাণ অনুমোদিত সীমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি ছিলো। এর আগে এ ঘটনায় একটি মামলা দায়ের করে ভারতীয় পুলিশ। যেখানে ওষুধটির প্রস্তুতকারক হিসেবে স্রেসান ফার্মার নাম উল্লেখ রয়েছে ।

আরও পড়ুন:

এদিকে, কোল্ডরিফ সিরাপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর প্রাদেশিক সরকার। বিষাক্ত ওষুধটি পানে নিহত শিশুদের বেশিরভাগেরই বয়স ছিলো পাঁচ বছরের নিচে।

এফএস