যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ট্রাম্প-মেলানিয়া

ট্রাম্প ও মেলানিয়া
ট্রাম্প ও মেলানিয়া | ছবি: সংগৃহীত
0

দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) রাতে লন্ডনে পৌঁছান তারা।

বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারসহ শীর্ষ কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এটি।

আরও পড়ুন:

সফরে দুই দেশ অনেকগুলো বিনিয়োগ চুক্তি সই করবে। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাজ্যে ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। এর মধ্যে ২২ বিলিয়ন বিনিয়োগ করবে টেক জায়ান্ট মাইক্রোসফট। বিনিয়োগ চুক্তির পাশাপাশি বন্ধু রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ট্রাম্প।

স্থানীয় সময় আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) উইনসর ক্যাসেলে ট্রাম্পকে স্বাগত জানাবেন রাজা চার্লস। সেখানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ নৈশভোজে অংশ নেবেন ট্রাম্প।


এফএস