জুলাইয়ে ইউক্রেনে ৬ হাজার ১২৯ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া

হামলায় ব্যবহৃত ড্রোন
হামলায় ব্যবহৃত ড্রোন | ছবি: সংগৃহীত
0

চলতি বছরের জুলাই মাসে ৬ হাজার ১২৯টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। যা ২০২২ সালে কিয়েভে পূর্ণ মাত্রায় অভিযান শুরুর পর থেকে অন্য যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ।

ইউক্রেনীয় বিমান বাহিনীর দেয়া তথ্যের বরাতে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যেখানে বলা হয়, গত বছরের জুলাইয়ে ৪২৩টি ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। সে তুলনায় এবারের জুলাইয়ে চালানো হামলা ১৪ গুণ বেশি ছিল।

শুধু ৯ জুলাই রাতেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ৭৪১টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা। এমনকি জুলাইয়ের শেষ দিন বৃহস্পতিবার ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে মস্কো। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজনই ছিল শিশু। আহত হন আরও ১৫৯ জন।

মূলত, তিন বছর পেরিয়ে যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর পর থেকেই হামলার মাত্রা বাড়িয়ে যাচ্ছে পুতিন বাহিনী। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও হুমকি কোনো কিছুরই তোয়াক্কা করছে না ক্রেমলিন।

এএইচ