গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরাইল

পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ
পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ | ছবি: সংগৃহীত
0

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরাইলি সেনারা। ইতোমধ্যেই ইসরাইল থেকে ফ্রান্সের উদ্দেশ্যে বিমানে করে রওয়ানা দিয়েছেন তিনি। সেখান থেকে পরে সুইডেনে যাওয়ার কথা রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় বিষয়টি জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, নির্বাসন সংক্রান্ত নথিতে স্বাক্ষরের পর গ্রেটাসহ তার কয়েকজন সহযাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এতে সাক্ষর করতে রাজি না হওয়ায় এখনও আইডিএফের হাতে আটক রয়েছেন ফরাসি ফিলিস্তিনি সদস্য রিমা হাসান।

ইসরাইলি আইনে বিচারের মাধ্যমে পরবর্তীতে তাকে নির্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানায় তেল আবিব। এর আগে গ্রেটাসহ জাহাজটির ১২ আরোহীকে বেন গুরিয়ন বিমানবন্দরে আটক রাখে ইসরাইলি সেনারা।

গত ১ জুন মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্রোটিলা কোয়ালিশনের উদ্যোগে ফিলিস্তিনিদের জন্য সহায়তা নিয়ে রওনা দেয় জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পর জাহাজে থাকা ১২ আরোহীকে আটক করে ইসরাইলি সেনারা।

এদিকে গাজায় সোমবারের হামলায় নিহত হয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। যাদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন রাফায় মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা কেন্দ্রে।

এএইচ