মার্কিন আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সৃষ্ট বছরের প্রথম হারিকেন ছিল এটি। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে হারিকেনটি মেক্সিকো উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় ১০০ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে।
পাশাপাশি কয়েকটি অঞ্চলে দেখা দিতে পারে ভূমিধ্বস। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।