বিদেশে এখন
0

অবৈধভাবে খনিতে ঢুকে আটকেপড়া শ্রমিক উদ্ধারে তৎপর দ. আফ্রিকা

অবৈধভাবে খনিতে ঢুকে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বহুদিন ধরে মাটির নিচের খনিতে মানবেতর জীবনযাপন করছেন তারা। যে খাবার পাঠানো হচ্ছে, তাও পর্যাপ্ত নয়।

গেল সপ্তাহে খনির ভেতর থেকে কাগজের টুকরোতে শ্রমিকরা লিখে পাঠায়, তারা মানবেতর পরিস্থিতিতে রয়েছেন ভেতরে, অন্তত ১০৯টি দেহ পচে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে খনি শ্রমিকদের মানবেতর ভিডিও। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংস্থা বলছে, অন্তত ৪শ' থেকে ৮শ' জন এখনও খনির ভেতরে আটকা পড়ে আছে।

গেল বছর অবৈধভাবে খনিতে কাজ করা বন্ধে অভিযান চালানো শুরু করে পুলিশ।

ইএ