তবে চীনের সঙ্গে আলোচনা করে গ্রীষ্ম মৌসুমে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে শীত মৌসুমে সেনা সাধারণত কম থাকে।
মূলত ৪ বছর আগে লাদাখ সীমান্তে চীন আর ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ আর হতাহতের ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তের কয়েকটি স্থান টহল বন্ধ করে দুই দেশ।
কিন্তু তীব্র শীতের মধ্যেও হাজারো সেনা মোতায়েন আর সামরিক প্রস্তুতি সেখানে নিয়ে রাখা হয়েছে। নয়াদিল্লি আর বেইজিং গেল বছরের অক্টোবরে চুক্তিতে এসেছে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়ার।
হিমালয় পর্বতজুড়ে চীন আর ভারতের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব বহু পুরোনো। ২০২০ সালের সংঘাতের পর এই উত্তেজনা আরও বেড়েছে।