পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ সাল

অতীতের সব রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৪ সাল। এমনকি বিশ্ব উষ্ণায়নের কারণে ২০২৫ সালের প্রথম কয়েক মাসও তাপমাত্রা বেশি থাকবে পৃথিবীর।

ইউরোপীয় ইউনিয়নের কোপেরনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে, ২০২৪ সালই প্রথম বছর হবে, যেই বছরে শিল্প বিপ্লবের পর প্রথমবারের মতো বৈশ্বিক উষ্ণতা দেড় ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে। যদি উষ্ণায়ন বাড়ে, ব্যর্থ হবে প্যারিস জলবায়ু চুক্তির উষ্ণায়ন দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা।

চলতি বছরের নভেম্বরে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ২০২৩ সালে শিল্প বিপ্লবের পর ১ দশমিক চার আট ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল বৈশ্বিক উষ্ণতা।

এসএস