এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার দিকে কৃষকদের যাত্রা শুরু হলেও আগেই দিল্লি সংলগ্ন সকল এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন।
সীমান্ত বন্ধ করা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানোসহ নেয়া হয়েছে নানা ব্যবস্থা।
যান চলাচল ও পণ্য পরিবহনের পথ ঘুরিয়ে দেয়া হয়েছে অনেক সড়ক-মহাসড়কে। আগ্রা-আলিগড়সহ ২০ জেলার কৃষকরা পায়ে হেঁটে এবং ট্রাক্টর নিয়ে যোগ দেবেন আন্দোলনে।
নতুন কৃষি আইনের অধীনে আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণের দাবিতে সরকারকে চাপ দিতে এ বিক্ষোভ বলে রোববার জানান ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খালিফা।
ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ধার্যের দাবি নিয়ে আগামী শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছে কৃষকদের আরও কিছু সংগঠন। গেলো কয়েক বছরে একাধিকবার বড় ধরনের কৃষক আন্দোলনের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে।