বিদেশে এখন
0

নিউজিল্যান্ডে আদিবাসীদের অধিকার রক্ষায় ৯ দিনের বিক্ষোভ কর্মসূচি

নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের অধিকার ক্ষুণ্ন হয়, পালার্মেন্টে এমন বিল উত্থাপনের প্রতিবাদে ওয়েলিংটনে বিক্ষোভে নেমেছেন আদিবাসীসহ দেশটির সাধারণ মানুষ।

আদিবাসীদের অধিকার রক্ষায় ঘোষণা করা হয় ৯ দিনের বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভে অনেকে অংশ নিয়েছেন আদিবাসীদের পোশাক আর অস্ত্র হাতে। পুলিশ জানায়, ১৫ থেকে ১৭ হাজারের মতো মানুষ অংশ নিয়েছে এই বিক্ষোভে।

এর আগে আদিবাসী চুক্তি বিলের বিরোধিতা করে নিউজিল্যান্ডের সংসদ ভবনেই নাচেন তরুণ এমপি।

প্রাচীন মাওরি আদিবাসীদের অধিকার কেড়ে নেয়া সংক্রান্ত বিলের বিরোধিতা করে অভিনব এই প্রতিবাদ জানান পার্লামেন্টের কনিষ্ঠতম এমপি হানা রাউহিতি কারিরিকি মাইপি ক্লার্ক। নাচতে নাচতেই ছিড়ে ফেলেন বিতর্কিত বিলের কপি।

ইএ