তিনি আরও বলেন, 'নিরাপত্তাজনিত কারণে খুব অল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে আসেন। নিরাপত্তার কারণেই এখনও পর্যন্ত তাকে এখানে রাখা হয়েছে।'
এছাড়া, ভারত-বাংলাদেশের ভিসা নীতি কঠোর প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র বলেন, জরুরি কোনো সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সীমিতভাবে মেডিকেল ভিসা দেয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হলে পুরোদমে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
এছাড়াও, দুর্গাপূজার সময় বাংলাদেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের খবর তাদের কানে এসেছে। কার্যকরী ব্যবস্থা নিতে এরইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান জয়সোয়াল।